রাজধানীর পল্লবীতে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে দগ্ধ আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন সুমন (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)। তাঁরা দুইজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ সাতজনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত রফিকুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল। এর আগে গত বৃহস্পতিবার আইসিইউর ১৪ নম্বর শয্যায় রিনা আক্তার নামে একজনের মৃত্যু হয়। তাঁর শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালে এখনো চিকিৎসাধীন নওশীনের ১৫, রওশন আরার ৮৫, নাজনীনের ২৭ ও রেনুর শরীরের ৩৮ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি রয়েছে বলে জানান তিনি।
২৫ আগস্ট রাত ১টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরেণের ঘটনা ঘটে। বাড়িটির মালিক রফিকুল ইসলাম জানান, বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুই দিন আগে সেই লিকেজ ঠিক করা হয়। কিন্তু বুধবার রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট আওয়াজ হয়। এতে নিচতলায় আগুন ধরে গেলে সাতজন দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পল্লবী থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, ওই বাড়িতে কয়েক দিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিলেন। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন