রাজধানীর মিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সায়েম (২) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম মো. হীরা। তিনি একজন রিকশাচালক। স্ত্রী রোজিনা আক্তার ও দুই সন্তান নিয়ে মিরপুর-১১ নম্বর এলাকার ১৩ নম্বর রোডের আদর্শনগরে থাকেন। তাদের বড় ছেলের নাম সিয়াম (৮)।
নিহত শিশুর বাবার মো. হীরা জানান, সকালে ওই এলাকার গলির মুখের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তার ছোট ছেলে সায়েম। আগে থেকে একটি পিকআপ ভ্যান ওইখানে থামানো ছিল। হঠাৎ গাড়িটি চলতে শুরু করলে সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে সায়েমের। এতে সে গুরুতর হয়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাটি যেহেতু পল্লবী এলাকার, তাই সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। শিশুটির বাবা জানিয়েছেন, তার ছেলেকে ধাক্কা দেওয়া গাড়িটি স্থানীয়রা জব্দ করেছেন। তবে সেটির চালক পালিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত