জনপ্রিয় টিভি উপস্থাপক, ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ঢাকা মহানগর।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের অর্থ-সম্পাদক এডভোকেট হেলাল উদ্দীনের সভাপতিত্বে অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের স্বাগত বক্তব্যে ও মোহাম্মদ মাসউদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি যুবনেতা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মারুফ রেযা, সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্ম আরিফ খান, মুহাম্মদ আবদুল হাকিম, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, হাজী মুহাম্মদ রুবেল, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ কবির হোসেন, হাফেজ মুহাম্মদ শাহ জালাল, শেখ মুহাম্মদ বোরহান উদ্দিন রেযা, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, হাফেজ মুহাম্মদ জাহিদুর রহমান, আরিফুল ইসলাম, এডভোকেট আবুল কালাম আজাদ, মুহাম্মদ মিজানুর রহমান, শাহাবুদ্দীন মীর, আলহাজ্ব শাফায়াত উল্লাহ্, খাজা সাইফুল হক আখন্দ, জুনায়েদ আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত