নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার বিকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তরা হলেন তরিকুল ইসলাম পলাশ (১৮) ও জাহিদুল ইসলাম জাহিদ (২৬)।
তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই অভিযুক্ত পলাশ বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। আর অভিযুক্ত জাহিদ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। একপর্যায়ে মামলা না করতে ভুক্তভোগী ও তার মাকে তিনি হুমকি দেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার (উপ-পরিদর্শক) এসআই মো. শওকত জামিল বলেন, ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ