তিন মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর দেশে ফিরেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার ভোরে স্ত্রী-কন্যাসহ ঢাকায় ফেরেন তিনি। গত ২২ জুন সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যান তিনি।
গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন রাশেদ খান মেননের ব্যক্তিগত সহকারী মিল্টন।
যুক্তরাষ্ট্র যাওয়ার সময় রাশেদ খান মেননের স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন্নেসা খান তার সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে এটা ছিল তার ব্যক্তিগত সফর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন