রাজধানীর মিরপুর আহমেদনগর পাইকপাড়া এলাকার একটি বাসা থেকে রাইসুল ইসলাম রাসেল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পাইকপাড়া এলাকার একটি টিনশেড বাড়ি থেকে ওই ব্যক্তির পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়। প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিকেলে গিয়ে বারান্দার লোহার গেট ভেঙে কক্ষ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত