নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সভাপতিত্ব করে বলেন, মানুষের কল্যাণেই আমাদের কল্যাণ। মানুষের সেবার মাধ্যমেই আমরা কাজ করতে চাই।
উদাহরণ টেনে তিনি বলেন, সোনারগাঁওয়ে শিশু বাচ্চাটি নিয়ে পালিয়ে গেলো কাজের মেয়ে। আল্লাহর ইচ্ছায় আমরা ৯ ঘণ্টার মধ্যে শিশুটিকে জীবিত ও অক্ষত উদ্ধার করে বাবা-মায়ের কোলে তুলে দিতে পেরেছি। ওই মা-বাবা যে প্রাণভরে দোয়া করেছেন, ওই দোয়াই আমাদের কাজের সফলতা। সভায় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই