রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন তাবরিজ স্বপন এবং শাহাদাত হোসেন। ষাটোর্ধ্ব তাবরিজ মারা গেছেন যাত্রাবাড়ী এলাকায়। আর কিশোর বয়সী শাহাদাত গাবতলীতে দুর্ঘটনায় মারা যান।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, রাত নয়টার দিকে যাত্রাবাড়ী স্পিডবাগ সিএনজি পাম্প সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় তাবরিজ নামে একজন মারা যান। রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।
একই রাতে অন্য দুর্ঘটনাটি ঘটেছে গাবতলী এলাকায়। দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ মোল্লা জানান, রাত ১২টার পর গাবতলী তিন রাস্তার মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় শাহাদাত নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। নিহত শাহাদাত নির্মাণ শ্রমিকের কাজ করতো। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন