রাজধানীর গাবতলীতে তুরাগ নদীতে ট্রলারডুবিতে ৭ জন নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকালে ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি ডুবে গেলে শিশুসহ নিখোঁজ হয় সাত যাত্রী।