রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন (৬০)। তিনি রাজধানীর কদমতলীর বি-ব্লক এলাকায় থাকতেন।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক।
তিনি বলেন, ‘যাত্রাবাড়ীর হাশেম রোড এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার হঠাৎ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
‘প্রাইভেটকারটি আমরা ধরতে পারিনি। দুর্ঘটনার পর সেটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়’,- বলেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        