দুর্গা পূজা উপলক্ষে রংপুর মহানগরের ১৫৬ টি মণ্ডপে নিজ উদ্যোগে অনুদান দিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি। রবিবার বিকেলে নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় সাফিউর রহমান সফি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ধর্মীয় সম্প্রীতির এই দেশে ধর্ম যার যার উৎসব সবার। সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শক্ত হাতে দেশ পরিচালনায় এই ধর্মীয় সম্প্রীতি কোনো অপশক্তি বিনষ্ট করতে পারবে না। রংপুর একটি শান্তির নগরী। এই শান্তি ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে তিনি সকল ধর্ম বর্ণের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় এর সভাপতিত্বে বক্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুরের সভাপতি বনমালি পাল, রাম কৃষ্ণ সোমানী, সুশান্ত ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল