গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাথরুমে যাওয়ার কথা বলে হাসপাতালে চার মাসের ছেলেকে ফেলে রেখে পালিয়ে গেছেন শিশুটির মা। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের হেফাজতে রয়েছে শিশুটি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষণ দাস জানান, বেলা ১১টার দিকে শিশুর মা পরিচয় দিয়ে অন্য একজন নারীর কাছে তাকে রেখে পালিয়ে যান এক নারী। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় শিশুটি পুরোপুরি সুস্থ রয়েছে।
খবর পেয়ে শিশুটিকে এক পলক দেখতে হাসপাতালে ভিড় জমায় স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আরাফাত