২৮ অক্টোবর, ২০২১ ১৭:৪২

কনস্টেবল নিয়োগে তদবির করলেই অযোগ্য : নারায়ণগঞ্জের এসপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কনস্টেবল নিয়োগে তদবির করলেই অযোগ্য : নারায়ণগঞ্জের এসপি

এসপি মোহাম্মাদ জায়েদুল আলম।

শতভাগ স্বচ্ছতার সাথে নারায়ণগঞ্জ জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জায়েদুল আলম। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য প্রদান করেন তিনি।

এসপি বলেন, যারাই এই কনস্টেবল নিয়োগ নিয়ে তদবির করবে, তারা অযোগ্য বলেই প্রমাণিত হবে। কারণ আমাদের ঢাকা ডিআইজি রেঞ্জ মহোদয়ের নির্দেশনায় নিয়োগ পদ্ধতি শতভাগ মেনে কাজ করছি।

বিভিন্ন স্থান থেকে তদবির আসছে এ রকম জানতে চাইলে তিনি জানান, শপথ করে চাকরিতে এসেছি। যেভাবে শপথ নিয়ে পুলিশ সার্ভিসে জয়েন করেছি। সেই শপথ রেখেই কাজ করে যাব। নারায়ণগঞ্জে যোগ্যতায় পরীক্ষা  সফল হয়ে টিকতে হবে।

উল্লেখ্য, সারাদেশের মতো নারায়ণগঞ্জে প্রায় ৯ হাজার আবেদন শেষে ২ হাজার ৩০০ জন কনস্টেবলের আবেদন টিকেছে। এখন তাদের বাছাই পরীক্ষা শেষ মাত্র নারায়ণগঞ্জ জেলায় ৬০ জন নিয়োগ পাবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর