রংপুর মেডিকেল কলেজহাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় অরও ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তরল এক লিটার পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গঙ্গাচড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আটকৃতরা হলেন- রমেক হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল, নগরীর ধাপ জেলা রোডের খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম মিঠু, পাকার মাথা এলাকার সাদেক হোসেনের ছেলে মাহফুজার রহমান মুরাদ, আবুল কালামের ছেলে মহিদুল ইসলাম ও মামুনুর রশিদ বিপ্লব।
গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ