মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সাবেক সংসদ সদস্য, শ্রীমঙ্গলের সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ আহাদ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দীর্ঘদিন ধরে আহাদ মিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত