‘চাকরি নয় সেবা’ এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরে কোনো প্রকার তদবির ছাড়াই ৭১ জন পুলিশ কন্সটেবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য চারজন নারী। সোমবার রাত ১১টার দিকে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পাওয়াদের নাম ঘোষণা করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গাজীপুর জেলার পাঁচ উপজেলাসহ গাজীপুর মহানগর এলাকা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনসহ সরকারি কোষাগারে ১০০ টাকা ব্যাংক চালান জমা প্রদান করে অংশগ্রহণ করে। প্রার্থীদের আবেদন শেষে পুলিশ হেডকোয়ার্টার্স প্রিলিমিনারি স্কিনিং করে ২৮৪০ জন নারী ও পুরুষ প্রার্থীকে গাজীপুর জেলার জন্য নির্বাচিত করে। গত ২৯ অক্টোবর গাজীপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হয় টিআরসি নিয়োগ পরীক্ষা।
টানা তিনদিনের শারীরিক সক্ষমতা ও মাঠ পরীক্ষা শেষে ৫৮৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। তাদের মধ্য থেকে ১৯৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তাদের গাজীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী মোট ৭১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগ বোর্ড। রাতে গাজীপুর টিআরসি নিয়োগ বোর্ড কমিটি নির্বাচিতদের ফলাফল ঘোষণা করে বলেও জানান তিনি।
টিআরসি নিয়োগ কমিটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণাকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার উপস্থিত ছিলেন। টিআরসি নিয়োগ কমিটিতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌসী রহমান পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/এমআই