নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় আলভী (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের উত্তর বেপারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আলভী ওই ওয়ার্ডের মাহামুদনগর এলাকার হাসান মিয়ার ছেলে এবং দড়ি-সোনাকান্দাস্থ আবু হুরাইয়া (রা.) ইসলামী কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় উত্তেজিত জনতা অটোরিকশা চালক জাহাঙ্গীরকে (২৮) গণধোলাই দিয়ে বন্দর থানা পুলিশে সোপর্দ করেছে। আটক জাহাঙ্গীর একই থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত আরী আহাম্মদ মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার মাদ্রাসা ছুটি শেষে বাড়িতে ফেরার পথে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দেয়। এতে বাচ্চাটি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় জনতা অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এমআই