নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় তৈরি ধারলো দু’টি অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফতুল্লা মডেল থানার মাসদাইর খলিলের মোড়স্থ তরমুজ আলীর ভাড়াটিয়া মৃত আশরাফুল আলমের পুত্র বাবু (৩২) ও একই থানার পশ্চিম মাসদাইর পাকাপুলস্থ জামাল হোসেনের পুত্র মাসুম (২২)।
মঙ্গলবার ভোরে তাদেরকে ফতুল্লা থানার বিসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে স্টিলের তৈরী দুটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বিসিক ১ নং গলিতে ৬/৭ জনের একটি ডাকাত দল ডাকাতি করার জন্য সেখানে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে শলাপরামর্শ করছিলো। বিসিকের নিরাপত্তার রক্ষার দ্ধায়িত্বে থাকা আনসার সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে দুটি চাপাতিসহ ডাকাত দলের দুই সদস্য বাবু ও মাসুমকে আটক করতে সক্ষম হলেও বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/হিমেল