বরিশালে ইউনিফর্মধারী স্কুলছাত্র, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও কৃষক দলের কর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার বরিশাল মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি থাকলেও এতে অংশ নেয়নি মহানগর বিএনপির বিলুপ্ত কমিটির নেতা এবং ৩০টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।
জেলার পদবীধারী কয়েকজন নেতা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেয়। এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অশ্বিনী কুমার হলের সামনে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
জ্বালানী তেল ও গ্যাসের বর্ধিত মূল্য এবং অতিরিক্ত ভাড়া প্রত্যাহারসহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে গতকাল দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়। মহানগর বিএনপির কর্মসূচি হলেও মহানগর কমিটির সদ্য সাবেক নেতাদের এই কর্মসূচিতে দেখা যায়নি।
এমনকি দুই-একটি ওয়ার্ড ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন। জেলা কৃষক দল, মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ। এতে পলিটেকনিক স্কুল এবং বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইউনিফর্মধারী কিছু শিক্ষার্থীকে ব্যাগ কাঁধে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। তারা দশম শ্রেণী এবং এসএসসি পর্যায়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে।
গত ৩ নভেম্বর কেন্দ্র থেকে অনুমোদন পাওয়া মহানগর বিএনপি’র নতুন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোহসীন আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু এবং মহিলা দল নেত্রী শামীম আকবর সহ অন্যান্যরা। বক্তারা জ্বালানী তেল, গ্যাস ও বর্ধিত পরিবহন ভাড়া এবং নিত্য পণ্যের মূল্য কমানোর দাবী জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর