মাকে নিয়ে গল্প লিখে পুরস্কার পেয়েছে ১০ জন স্কুল শিক্ষার্থী। শিক্ষার্থীদের মা পেয়েছেন সম্মাননা।
কুমিল্লার বিভিন্ন স্কুলের ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেন আমার মা বিষয় নিয়ে গল্প লেখা প্রতিযোগিতায়। সমাজিক সংগঠন নিসর্গের উদ্যোগে বুধবার নবাব ফয়জুন্নেসা বিদ্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, সাংবাদিক নীতিশ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জান্নাতুল ফেরদাউস।
গল্প লিখে বিজয়ী হয়েছেন ফরিদা বিদ্যায়তনের শিক্ষার্থী ভাগ্যশ্রী চক্রবর্তী, মর্ডান স্কুলের শিক্ষার্থী রিয়াদ হোসেন ইমন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রী তামান্না খাদিজা, গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাইমা তানজুর আলী, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের তাহিয়া সামী, বাখরাবাদ উচ্চ বিদ্যালয়ের হামিমা রশিদ হিমু, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস, সোনার বাংলা কলেজের হালিমা আক্তার, নবাব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নুজহাত-ই- রহমান ভূঁইয়া ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নদী আক্তার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন