রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাকিল আহমেদ (২০), তার বুকে এবং কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনের একটি কারখানা থেকে শাকিলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেখানে চাকরি করতেন। ধারণা করা হচ্ছে- রাতে কেউ তার বুকে ও কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মামা আয়নালের অভিযোগ, শাকিলের সহকর্মীরাই হয়ত শাকিলকে খুন করেছে। উল্লেখ্য, ময়নাতদন্তের জন্য শাকিলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বজিতপুর গ্রামে।
বিডি-প্রতিদিন/শফিক