পারিবারিক কলহের জেরে রাজধানীর যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম রুপা আক্তার (৩০)। স্বামীর নাম আব্দুল জাহের। রুপা লক্ষ্মীপুরের কমলনগর থানার উত্তর চরমাটি গ্রামের হাফেজ উদ্দিনের মেয়ে।
যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর গোবিন্দপুরে একটি টিনশেড বাসা থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, পরিবারের লোকজনের কাছ জানতে পারি কথাকাটাকাটির একপর্যায়ে রুপার বুকে ছুরিকাঘাত করেন তার স্বামী আব্দুল জাহের। এতে ঘটনাস্থলেই রুপার মৃত্যু হয়। এরপর আব্দুল জাহের পালিয়ে যান।
নিহতের বোন মুক্তা আক্তার গণমাধ্যমকে জানান, রুপা আগে একটি গার্মেন্টসে চাকরি করতেন। এক মাস আগে চাকরি ছেড়ে দেন তিনি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। রুপার স্বামী মাটিকাটার কাজ করেন। মাঝেমধ্যেই তিনি রুপাকে বলতেন, ‘তুই চাকরি ছাড়লি কেন?’ এ নিয়ে কথাকাটাকাটি হতো প্রায়ই। এবারও কথাকাটাকাটির একপর্যায়ে রুপার বুকে ছুরিকাঘাত করেন জাহের। এতে ঘটনাস্থলেই রুপার মৃত্যু হয়।'
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ