নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যানার লাগাতে গিয়ে সাত তলা ছাদ থেকে পড়ে আতিক নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু'জন। আহত একজনের নাম মেহেদী। তবে আরেকজনের নাম জানা যায়নি।
আজ রবিবার দুপুর ২টায় কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তিন ব্যক্তি ছাদে উঠে এক কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ছাদ থেকে পড়ে মৃত ব্যক্তিকে মর্গে পাঠানো হয়েছে। আহত আরেকজনকে ঢামেকে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে তিনজন পড়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে সেই কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজু জানান, 'শুনলাম পোলাপান নাকি ব্যানার ঠিক করতে গিয়ে পড়ে গেছে।'
বিডি প্রতিদিন/আরাফাত