ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ের লক্ষ্যে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের সাথে রবিবার দুপুরে মসিকের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মসিক মেয়র ইকরামুল হক টিটু বক্তব্য রাখেন।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস এ এম রফিকুন্নবী, ডিআইজি অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, মসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের ততত্তাবধায়ক প্রকৌশলী এ কে এম কামরুজ্জামান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদারসহ তিতাসগ্যাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিটিসিএল, বিপিডিবি, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ অন্যান্য দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ