ছারপোকা মারার বিষে প্রাণ গেল আব্দুল্লাহ আয়ান নামের এক বছর বয়সী শিশুর। রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা এলাকায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দাদা ফজলুর রহমান গণমাধ্যমকে জানান, মগবাজার নয়াটোলা এলাকার একটি বাসায় থাকে আয়ান ও তার পরিবার। সেখানে একটি রুমে ছারপোকা মারার বিষ দেওয়া হয়। কীটনাশকের (বিষের) বোতলটি পাশে রাখা ছিল। আয়ান ওই বোতল মুখে দিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক