রাজধানীর ওয়ারী থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মনির। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের জনসংযোগ দপ্তর এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে র্যাব-১০ এর একটি দল ওয়ারী থানাধীন আর কে মিশন রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কারবারির মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে আনুমানিক ১১ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিন হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে ওয়ারীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত