গাজীপুরের টঙ্গী বড়দেওড়া মাইনুদ্দিন মার্কেট এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গুদামে রক্ষিত কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের বাসাবাড়ির লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গুদামে আগুন ধরে। মুর্হূতের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের তুলা, তুলা তৈরির কাঁচামাল ও মেশিনপত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/এমআই