বাংলাদেশি সানিউর টি আই এম নবী ও ভারতীয় নারী সাদিকা শেখের তিন বছরের সন্তানকে বাবাসহ হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা মহানগর কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই আদেশ দেওয়া হয়। আগামী রবিবার বিকেল ৩টার মধ্যে তাদের আদালতে হাজির করতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার ওই শিশুকে বিদেশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট।
এর আগে এক আবেদনের শুনানি নিয়ে গত ২৬ আগস্ট হাইকোর্ট ওই শিশুকে আপাতত মায়ের জিম্মায় দেন। আর বাবা সপ্তাহে তিন দিন শিশুর সঙ্গে সময় কাটাতে পারবে বলে আদেশ দেন।
আইনজীবী কাজী মারুফুল আলম বলেন, ওই আদেশের পর শিশুর কথা চিন্তা করে গুলশান ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়। এর মধ্যে শিশুটির মায়ের বিরুদ্ধে জিডি করেন বাবা। জিডি মূলে নন এফআইআর মামলাও হয়। আর কৌশলে শিশুটিকে নিয়ে যায় বাবা। বিষয়টি আদালতে জানালে সোমবার হাইকোর্ট শিশুটিকে সকাল ১০টার মধ্যে আইনজীবীর চেম্বারে হাজির করতে বলেন। কিন্তু শিশুটিকে হাজির করেনি তারা। তাদের আইনজীবী জানান, শিশুটির বাবা আইনজীবীর সঙ্গে যোগাযোগও করেননি। এ কারণে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া নিজেকে এ মামলা থেকে প্রত্যাহার করে নিয়েছেন।
এ কারণে আমাদের আবেদনে শিশুটিকে বিদেশ নেওয়ার নিষেধাজ্ঞা দিয়ে বুধবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। আজ আদালত ওই শিশুকে বাবাসহ রবিবার বিকেল তিনটার মধ্যে আদালতে হাজির করাতে পুলিশের ঢাকা মহানগর কমিশনার ও গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান কাজী মারুফুল আলম।
বিডি প্রতিদিন/এমআই