দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে চলছে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট। এতে সকাল থেকে শত শত যাত্রী দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, আজ বুধবার সকাল থেকে মিরপুর ১০, ১১, ১২, কালশী, পূরবী, সিরামিক রোডে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী যাত্রীদের গণপরিবহণের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। এর মধ্যে দু’একটা বাসের দেখা মিললেও ঠেলাঠেলি অবস্থা।
এদিন হাতেগোনা দুয়েকটি বাস ছাড়লেও ওইসব বাস যাত্রীতে ঠাসা ছিলো। যদিও মূল সড়কে কয়েশ বাস পার্কিং করে রাখা ছিলো। ওই সব বাসের শ্রমিকরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ধর্মঘট করে। এ নিয়ে ভুক্তভোগী সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
রাস্তায় বাসের অপেক্ষায় থাকা অফিসগামী যাত্রী পাপ্পু জানান, ‘সকাল থেকে দাঁড়িয়ে আছি, কোনো বাসের দেখা মিলছে না, আমার মতো অনেকেই বাসের অপেক্ষায়। যদিও দু’একটা বাস দেখা যাচ্ছে। তবে সেগুলোতে তিল ধরানোর ঠাঁই নাই।’ ভিন্ন ভিন্ন গন্তব্যের এরকম আরও অনেক যাত্রীকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিষয়টি নিয়ে মিরপুর ১২ নম্বরের ট্রাফিক পরিদর্শক সোহেল রানা গণমাধ্যমকে জানান, শ্রমিকরা বাস না চালিয়ে আন্দোলন করছেন। সকাল থেকে কিছু বাস চললেও তা পরিমাণে খুবই কম। পূরবীর সামনে সকাল ৮টায় শ্রমিকরা জড়ো হয়ে বাস থেকে যাত্রী নামিয়ে দিলেও পুলিশ শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়। তবে এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/শফিক