রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের নিচে কাটা পড়ে এক শ্রমিক মারা গেছেন। তার নাম ইব্রাহিম গাজী (৪০)। বুধবার কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে রেললাইনে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত ব্যক্তি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামে মুছা গাজীর ছেলে। খিলক্ষেত এলাকায় থাকতেন তিনি। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিমানবন্দর রেল স্টেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন।
তিনি জানান, নিহত ব্যক্তি পেশায় শ্রমিক ছিলেন এবং ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার নাম-ঠিকানা শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ