রাজধানীর পুরান ঢাকায় মালামাল বোঝাই ট্রাকের ওপর থেকে পড়ে আখিল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই ট্রাক চালকের সহযোগী হিসেবে কাজ করতো। মৃত আখিলের বাড়ি বগুড়া কাহালু উপজেলা কাহালুবাজার এলাকায়। তার বাবার নাম নুরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার ভোরে বংশাল নয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আখিল ট্রাক হেল্পার ছিলেন। রাতে তারা বগুড়া থেকে ট্রাক নিয়ে ঢাকায় আসেন। ভোর রাতে তার দোকান থেকে কাগজ ট্রাকের লোড করেছিল। আখিল ট্রাকের ওপর উঠে রশি বাধার সময় রশি ছিড়ে সেখান থেকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় তিনি।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, ট্রাকের ওপরে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত