গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করার খবরে শুক্রবার রাতে গাজীপুর শহরে আনন্দ মিছিল বের করেছে জাহাঙ্গীর বিরোধী দলের নেতা-কর্মীরা।
মিছিলটি শহরের রাজবাড়ি সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল হাদী শামীম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভোলা, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নাহিদ মোড়লসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় অর্ধশত নেতা-কর্মী মিছিলে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানান।
এদিকে, গাজীপুর মহানগরের টঙ্গীতে অনুরূপ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগরীর বোর্ডবাজারসহ কয়েকটি স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় জেলা শহরসহ বিভিন্নস্থানে পটকা ফাটানো হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর