আগামী রবিবার গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন আসাদুর রহমান কিরণ। এরপর তিনি কাউন্সিলরদের সাথে বৈঠকে বসবেন।
শুক্রবার এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত মেয়রের রবিবার সকাল ১১টার দিকে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলরদের সাথে বৈঠক করবেন। সভায় উপস্থিত থাকতে ফোনে সবাইকে জানানো হচ্ছে।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, দায়িত্ব পালনে তাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই দায়িত্ব গ্রহণের পর বিভাগীয় প্রধান ও কাউন্সিলরদের সাথে তিনি বৈঠক করবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন