শীতের সব সবজিতে এখন বাজার ভরপুর। দামও ক্রেতাদের নাগালের মধ্যে। দুই সপ্তাহ আগে বাজারে আসা ৫০ টাকায় বিক্রি হওয়া নতুন আলু এখন ৪০ টাকায় নেমেছে। এরকম বেশির ভাগ সবজির দর এই সপ্তাহে কমেছে রাজধানীর বাজারগুলোতে। তবে হঠাৎ করে বাজারে পিঁয়াজের দাম বাড়ছে। নতুন পিঁয়াজ ওঠার সময় প্রায় হয়ে এলেও কি কারণে দাম বাড়ছে ব্যবসায়ীদের কেউ তা বলতে পারছেন না।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া পিঁয়াজ এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক মাস ধরে পিঁয়াজের দর স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে সব ধরনের পিঁয়াজে ২০ টাকা বেড়েছে। খুচরা দোকানিরা বলছেন মোকামে দাম বেশি হওয়ায় বেশি দরে বিক্রি করতে হচ্ছে। এদিকে বাজারে নতুন আসা আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। এ হিসেবে নতুন আলুর দাম কেজিতে ১০ টাকা কমেছে। আর পুরান আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পুরান আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। সবজির বাজার ঘুরে দেখা গেছে, পুরান শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। তবে বাজারে নতুন আসা লম্বা ও বিচি শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে গাজরের দাম কেজিতে ২০ টাকা কমে ৪০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। এর সঙ্গে কাঁচা টমেটোর দাম কিছুটা কমেছে। তবে পাকা টমেটোর কেজি এখনো ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা পাকা টমেটোর কেজি বিক্রি করছেন ১২০ থেকে ১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৬০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। ফুলকপির পিস ৩০ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকার তালিকায় থাকা অন্য সবজির মধ্যে কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লালশাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মুলাশাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা।
ব্যবসায়ীরা পোলট্রি মুরগির কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৬৫ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ২৯০ থেকে ৩২০ টাকা। আর লাল লেয়ার মুরগি আগের মতো কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। এক সপ্তাহ আগে রুই ও কাতলা মাছের কেজি ছিল ২৮০ থেকে ৩৫০ টাকা।
বিডি প্রতিদিন/হিমেল