রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধ্যায় রিতা খান (৪৫) নামে এক নারীকে ক্যানোলা পড়ানোর কথা বলে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অপারেশন থিয়েটারে নেওয়ার সময় পরিবারের কারো সম্মতি নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।
নিহত নারীর দেবর সাংবাদিক ওবায়দুল হক খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার ভাবি রিতা খান ক্যান্সারে আক্রান্ত। সঙ্গে ডেঙ্গু, জন্ডিস ও করোনা পজিটিভ। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ জানুয়ারি রাত ১২টায় তাকে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করাই। রবিবার সন্ধ্যা ৬টার দিকে আমার ভাবিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যায় ক্যানোলা পরানোর জন্য। ওই সময় আমরা বলেছিলাম এখন প্রয়োজন নেই। কিন্তু পরিবারের সদস্যদের সম্মতি ছাড়াই হাসপাতালের স্টাফরা ভাবিকে একাডেমিক ভবনের ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের বাইরে থেকে আমার ভাতিজি সুহা খান তার মায়ের চিৎকার শুনতে পায়। পরে জ্ঞান হারানো অবস্থায় অপারেশন থিয়েটারের সহকারীরা তড়িঘড়ি করে ভাবিকে ওটি থেকে বের করে কেবিনে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।’
বিডি-প্রতিদিন/শফিক