আন্তর্জাতিক কাস্টমস দিবসে সেমিনার করেছে রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। বুধবার নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার চিএসএম জাফরউল্লাহ।
রাজশাহী কাস্টমস কমিশনার লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম হুমায়ুর কবীর, শফিকুল ইসলাম আকন্দসহ রাজশাহী অঞ্চলের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন রাজশাহী কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল