সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক বৃষ্টি আক্তারকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদুলকে গ্রেফতার করেছে র্যাব-৪। রবিবার রাত সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৪।
এর আগে ১৫ জানুয়ারি দুপুর দেড়টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুউদ্দিন সরকারের মালিকানাধীন আধাপাকা টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। স্বামী-স্ত্রী দুজন আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার দিন নিহতের ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযুক্ত আসাদুল ও তার বড় ভাই তাজুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আসাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। অপরদিকে নিহত বৃষ্টি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।
এ ব্যাপারে র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আশুলিয়ার বৃষ্টি আক্তার হত্যাকাণ্ডের প্রধান আসামি পলাতক আসাদুলকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই ফরহাদ বিন করিম বলেন, র্যাবের অভিযানে আসাদুল গ্রেফতার হয়েছে। ধন্যবাদ র্যাব সদস্যদের। এর আগে ঘটনার পর থেকেই পলাতক আসাদুলের অবস্থান জানার চেষ্টা করি ও বিভিন্ন তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতাও করা হয়। পাশাপাশি এই মামলার অপর আসামি আসাদুলের বড় ভাই তাজুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল