ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এডমিরাল (অব.) খুরশেদ আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মো. আশরাফ আলী।
গত ২৮ জানুয়ারি রাজধানীর পল্টনের একটি হোটেলে সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. বেগম শামছুন নাহার শিরীন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কোষাধ্যক্ষ এবিএম রশিদুজ্জামান রিপন, আইন সম্পাদক মুহা. শ্বাসত মনির, তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন মালেক মল্লিক।
বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি তার বক্তব্য সকলের অংশগ্রহণে শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতিকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন