রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আটকরা হলেন- হক সাহেব (৪৩), মুনছুর আহমেদ (৩০) ও আবুল হাশেম (৪০)।
আজ মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, আটকরা পেশাদার মাদকবিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য এনে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের নামে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ এস টি