প্রধানমন্ত্রীর নির্দেশে ট্রেইনি পুলিশ কনস্টেবলের চাকরি আগেই নিশ্চিত হয়েছিল বরিশালের হিজলার কলেজছাত্রী আসপিয়া ইসলাম কাজলের। পেয়েছিলেন ঘর পাবার প্রতিশ্রুতিও। ২ মাস ধরে নির্মাণ সম্পন্ন হওয়ার পর গতকাল মঙ্গলবার দুপুরে আসপিয়ার মায়ের হাতে স্বপ্নের ঘরের চাবি এবং কাগজপত্র তুলে দিয়েছে প্রশাসন।
আসপিয়া ৬ মাসের ট্রেনিংয়ে রয়েছেন রংপুরে। চাকরির পর এবার আসপিয়াকে ঘর বুঝিয়ে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার ও প্রতিবেশীরা।
আসপিয়ার পরিবারকে ঘর বুঝিয়ে দিতে পেরে খুশি জেলা প্রশাসক। গৃহহীন আসপিয়াকে চাকরির পাশাপাশি ঘর দেয়ায় প্রধানমন্ত্রীর মমত্বের বর্হিপ্রকাশ হয়েছে বলছেন স্থানীয় সংসদ সদস্য।
মেধা তালিকায় পঞ্চম হয়েও ভূমি না থাকায় চাকরি বঞ্চানার খবর পেয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসপিয়াকে চাকরি এবং একই সাথে ঘর দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আলোকে চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছিলেন গত ২৫ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে রংপুরে বর্তমানে ৬ মাসের ট্রেইনিংয়ে আছেন আসপিয়া। ওই সময় থেকেই তার জন্য নির্মিত হচ্ছিল প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ২ মাস ধরে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর গতকাল মঙ্গলবার আসপিয়ার মায়ের হাতে উপজেলা সদরের ২ শতাংশ খাস জমিতে নির্মিত নতুন ঘরের প্রতীকী চাবি এবং একটি ছবিসহ কাগজপত্র তুলে দেয় জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রমাসক জসীম উদ্দিন হায়দার।
উপহারের ঘর পেয়ে খুশি আসপিয়ার মা ও তার পরিবারের সদস্যরা। এ জন্য প্রধানমন্ত্রী এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তারা।
ভূমিহীন কলেজছাত্রী আসপিয়াকে চাকরির পর ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিবেশীরাও। এ ঘটনায় সন্তুষ্ট তারা।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘর এবং চাকরি পেয়েছেন আসপিয়া। তাকে চাকরি এবং ঘর বুঝিয়ে দিতে পেরে খুশি প্রশাসনও।
এই ঘটনায় মমতাময়ী প্রধানমন্ত্রীর মমত্বের বর্হিপ্রকাশ হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
৭ স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও শুধুমাত্র স্থায়ী নিবাস না থাকায় চাকরি হবে না বলে জানিয়ে দেয়া হয়েছিল কলেজছাত্রী আসপিয়াকে। প্রতিকার চাইতে গত ৮ ডিসেম্বর গিয়েছিলেন বিভাগের এক শীর্ষ পুলিশ কর্মকর্তার কাছে। এ খবর নিউজ টোয়েন্টফোরে প্রচারের পর প্রধানমন্ত্রীর নির্দেশে পাল্টে যায় আসপিয়ার ভাগ্য। তার দেখাদেখি দেশের বিভিন্ন এলাকার ভূমিহীনরাও এবার চাকরি পেয়েছেন পুলিশ কনস্টেবল পদে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন