রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. উজ্জল ও মোসা. তাসলিমা বেগম।
শনিবার দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পল্লবী থানার সেকশন সাড়ে এগারো এলাকার পল্লবী শপিং সেন্টারের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ উজ্জল ও তাসলিমাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন