বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন
আজ এক শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
মেয়র বলেন, পীর হাবিবুর রহমানের এই সময়ে চলে যাওয়া মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তার লেখনী নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে ছিল। তার লেখনী থেকে জাতি বঞ্চিত হবে।
এছাড়া শোক জানিয়েছেন রাজশাহী সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।
বিডি প্রতিদিন/আরাফাত