চীনে অধ্যয়নরত পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে অবিলম্বে দেশটিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শনিবার বিকাল ৩টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শাহীন সিকদার। অংশ নেন সংগঠনের সহ-সভাপতি রোমান হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম, ভাস্কর শিল্পী রাশা, চীন থেকে ফেরত ভুক্তভোগী শিক্ষার্থী মিজানুর রহমান, হাসিব ও কামরুল হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
শাহিন সিকদার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সকল অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে রাজপথে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায় চীনে অধ্যয়নরত পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে অবিলম্বে চীনে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’
সংগঠনের ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, ‘চীনে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করছিলেন। তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে ভবিষ্যৎ জীবন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।’
চীন থেকে ফেরত ভুক্তভোগী শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। দাবি না মানা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।’
আরেক ভুক্তভোগী শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘শিক্ষাজীবন ব্যাহত হওয়ার কারণে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ ও কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। দাবি মানা না হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ