রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ইসলামিয়া হাসপাতালের গলিতে বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মো. বাপ্পী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল সোয়া ৪টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা যাত্রাবাড়ী থানাকে ঘটনাটি জানিয়েছি।
বিডি প্রতিদিন/আরাফাত