রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ পৃথক ৩টি অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ অবৈধ নেশা জাতীয় ইনজেকশন, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর ১৭নং ওয়ার্ডের ইসলামবাগ আরকে রোডে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নাটোর জেলার সিংড়া উপজেলার গোপালপুর মাঝগ্রাম এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইউনুছ আলীকে (৩১) গ্রেফতার করা হয়।
একই দিন রাতে গোয়েন্দা বিভাগ তাজহাট থানার ১৫নং ওয়ার্ডের বিনোদপুর কেরুর মোড় আঙ্গুর মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ৫০০ এম্পুল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন- মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের মৃত সাবের উদ্দিনের ছেলে মো. হাসান আলী (৪৭) ও পীরগঞ্জ উপজেলার সামছুল উদ্দিনের ছেলে মো. নুরুজ্জামান লাভলু (৩২)।
এদিকে রবিবার ভোররাতে নগরীর মর্ডান মোড় এলাকা হতে ২৫ বোতল ফেনসিডিলসহ সাহিনুর ইসলাম (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। সাহিনুর দিনাজপুরের বিরল উপজেলার বাবুল মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/আবু জাফর