খুলনায় পারিবারিক কলহের জেরে ভগ্নীপতি মিজানুর রহমান সবুজকে হত্যার ঘটনায় শ্যালক মো. সাগরকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে খুলনা র্যাব-৬’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্পেশাল কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন।
গত ৩০ জানুয়ারি নগরীর মিয়াপাড়া নতুন রাস্তা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে পুলিশ এ হত্যার ঘটনায় নিহতের শাশুড়ি ও স্ত্রীকে গ্রেফতার করে। তবে মূল পরিকল্পনাকারী সাগরকে আটক করতে পারেনি। পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মো. সাগর খাগড়াছড়িতে অবস্থান করছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নিহত সবুজ ট্রান্সপোর্টের ব্যবসা করত। চার বছর পূর্বে বানিয়াখামার এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে রেশমার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারণে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের সাথে দূরত্ব তৈরি হয় সবুজের। ঘটনার রাতে সবুজকে ফোন করে মীমাংসার কথা বলে ওই স্থানে নেয়া হয়। পরে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর