সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইমস্কেল মঞ্জুরির দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন প্রাথমিক শিক্ষা বিভাগের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তৃতা করেন টাইমস্কেল বঞ্চিত শিক্ষকদের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মতিউর রহমান, শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক লাভলু, মো. শাহিন, জেলা সমন্বয়কারীদের মধ্যে অশোক দাস, মো. আবদুল বাছেদ, মো. শাহ আলম, মো. মনিরুল ইসলাম, মিজানুর রহমান ও আবদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২০১৪ সালের ৯ মার্চ থেকে ২০১৫ সালের ১৪ ডিসেম্বর টাইম স্কেল বকেয়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত বছরের নির্দেশনা অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল প্রদানের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর