জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে বরিশাল সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি সাক্ষরিত এক চিঠিতে তাকে এই মনোনয়ন দেয়া হয়।
মঙ্গলবার তাপসের হাতে প্রাথমিক মনোনয়নের চিঠি তুলে দেন জিএম কাদের। চিঠিতে বরিশাল মহানগর এলাকার সকল স্থরের কমিটি গঠন, পুনগর্ঠন এবং বাতিলের ক্ষমতা দেয়া হয় তাপসকে। পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ধারা অনুযায়ী এই আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পার্টির মহাসচিব, বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, কেন্দ্রিয় দপ্তর এবং বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দকে এই চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল