বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, সার্চ কমিটি কি তা বিএনপি জানে না, মানেও না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচনে যাবে না বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর হোটেল সেডেনার ৯ম তলার কমিউনিটি হলে জেলা (দক্ষিণ) বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব সকথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ একটা অবৈধ সরকারের শাষনের মধ্যে বাস করছে। তারা উচ্চ প্রদস্থ সরকারী কর্মকর্তাদের নিয়ে দেশে গুম-খুন করে দেশ দখল করে রাখায় তাদের প্রশাসনের উপর বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে। গণতন্ত্র উদ্ধারে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বিএনপি। এই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহবান জানান তিনি।
জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আকতার হোসেন মেবুলের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান, সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা (উত্তর) বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল এবং দক্ষিন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন।
সভায় প্রধান অতিথি বেগম সেলিমা রহমান দক্ষিন জেলা বিএনপি নবগঠিত আহবায়ক ও সদস্য সচিবসহ ৪৭ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
বিডি প্রতিদিন/এএ