বরিশাল সিটি করপোরেশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগরীর বিভিন্ন পর্যায়ের বিশিস্ট ব্যক্তিগণ অংশগ্রহন করেন।
সভায় অডিট ফার্ম নিয়োগের মাধ্যমে সকল অডিট নিস্পত্তি করা, নগরির প্রতিটি রাস্তা, ব্রিজ ও কালভার্টের পৃথক আইডি নম্বার প্রদান, নাগরিকদের সাথে গণশুনানির আয়োজন, শিশুবান্ধব নগরী গড়ে তোলা, অসহায়দের সহায়তা, হরিজনদের আবাসনের ব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কর্মচারীদের বেতন বৃদ্ধি, প্লান অনুমোদনে ফ্রি কনসালটেশন ও কমিটির মাধ্যমে প্লান অনুমোদন, শিক্ষার্থীদের মাঝে আলাদাভাবে টিকা প্রদান, নির্মাণকাজে নিরাপত্তা জোরদারকরণ, ৫ বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা নির্মাণ, পানির অপচয় রোধে ফ্লো মিটার স্থাপন, জ্বালানি তেলের অপচয় রোধ, ভাল কাজের পুরস্কার প্রদান, অভিযোগ বাক্স স্থাপন, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্থাপনের বিষয়ে বিষদ আলোচনা হয়।
সভায় সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এবং হরিজনের পক্ষে রাজ কুমার শুদ্ধাচার বিষয়ে বিসিসির গৃহীত পদক্ষেপে মেয়রের প্রসংশা করেন।
বিডি প্রতিদিন/কালাম